১৪ অক্টোবর ২০২৫, ০৬:৩০ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৩০ পিএম প্রচলিত আছে, খড় কুটোয় আগুন দিয়ে হনুমান উঠছে গাছের মাথায়। দুই মুসলিম প্রতিবেশি দেশের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে এবার সেই হনুমানের মতো আচরণ করছে হিন্দুত্ববাদী মোদি বাহিনী। সম্প্রতি প্রতিবেশি দুই মুসলিম দেশ আফগান-পাকিস্তানের সীমানা নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন করে সংকটের সৃষ্টি করেছেন মোদি সরকার। রীতিমতো তেল প্রলেপে সিদ্ধহস্ত কট্টরপন্থী এই দলটির নেতারা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তালেবান দালালি এবং তোষামোদিতে ক্ষুব্ধ ভারতের কিংবদন্তি কবি ও গীতিকার জাভেদ আখতার। বলেছেন, লজ্জায় তাঁর মাথা কাটা যাচ্ছে। স্বীকৃতি না দিলেও ভারত সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে মোদি সরকারের রাজকীয় সংবর্ধনা দেওয়ার নিন্দা করে প্রবীণ এই কবি মন্তব্য করেন, 'যারা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বড়াই করে তাদের এই স্খলন দেখে লজ্জায় আমার...