১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পিএম ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ, মা ইলিশ রক্ষায় ২২ দিন সাগর-নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ সময়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল ও বাঁশখালী উপকূলীয় অংশে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ হাজার সুতার জাল জব্দ করেছেন বাঁশখালী উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড পূর্ব জোন কন্টিনজেন্ট বাঁশখালীর খাটখালী স্টেশন। এ সময় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল ও বাঁশখালী উপকূলীয় অংশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, আনোয়ারা উপজেলা...