জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এনসিপির আলাদা করে কোনো আপত্তি নেই। এনসিপি নির্বাচন পিছানোর মানসিকতাও ধারণা করে না। কিন্তু জুলাই সনদের আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতিÑ এ বিষয়গুলো যদি পিছিয়ে যায় তবে প্যারালালি (সমান্তরালভাবে) নির্বাচনের ওপর প্রভাব পড়বে এবং নির্বাচন পিছিয়ে যেতে পারে। কাজেই আমরা অন্তবর্তীকালীন সরকারসহ এই বিষয়গুলোর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, তাদের উদ্দেশ্যে বলব জনগণের সকল আকাক্সক্ষাকে উপেক্ষা করে যদি নির্বাচনকেন্দ্রিক চিন্তা হয়, এনসিপি সেই আকাক্সক্ষাকে সায় দিবে না। সারজিস আরও বলেন, যারা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত, বিশেষ করে শেখ হাসিনা থেকে শুরু করে কামাল, আরাফাতসহ আরও যারা ছিল- এমন ৫০-১০০ জনের যদি রায় এবং তার কার্যকরিতা দেখতে পাই, তাহলে আমরা মনে করবো বা একটা বিশ্বাস তৈরি...