জুলাই-অভ্যুত্থানের বিরোধিতা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে সাময়িক বিরত রাখা ৬ শিক্ষকের ফেরানো ঠেকাতে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় ঢাবির সামাজিক বিজ্ঞান ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ঢাবি উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। মিছিলে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। এসময় ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা বলেন, অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দেওয়া কয়েক জন শিক্ষকের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে এবং অভিযুক্ত ৬ শিক্ষককে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখে। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘ এক বছর পার হলেও সেই তদন্ত কার্যক্রমে কোনো দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি। বরং সম্প্রতি দেখা যাচ্ছে, অভিযুক্ত শিক্ষক পুনরায় সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে নিয়মিত...