পুলিশের বাধার মুখে পড়েছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি। বাধার মুখে স্থান পরিবর্তন করে হাইকোর্টের পাশের মাজার মোড়ে অবস্থান করছেন সারাদেশের বিভিন্ন জেলা উপজেলার কয়েক হাজার শিক্ষক–কর্মচারী। দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন শিক্ষক–কর্মচারীরা। প্রসঙ্গত, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ ও মেডিকেল ভাতা ১৫০০ টাকা করার তিন দাবিতে টানা তিনদিন ধরে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচি পালন করছেন শিক্ষককর্মচারীরা। গত ১২ অক্টোবর থেকে লাগাতার আজ পর্যন্ত তিনদিন ধরে প্রথমে জাতীয় প্রেসক্লাব, পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। একই সঙ্গে সারাদেশের ত্রিশ হাজারেরও বেশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল থেকে কর্মবিরতি পালন চলছে শিক্ষক–কর্মচারীদের। দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার বিকেল...