আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে বল হাতে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন। ওয়ানডে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের। ব্যাট হাতে কারিশমা দেখিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ব্যাটসম্যান সোবহানা মোস্তারী এবং ফাহিমা খাতুন। ১৫ ধাপ এগিয়ে মোস্তারী রয়েছেন ৭০ নম্বরে। লেগ স্পিনিং অলরাউন্ডার ফাহিমা এগিয়েছেন ৭ ধাপ, আছেন ৯২ নম্বরে। দুই অভিজ্ঞ ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি এবং ফারজানা হক বিশ্বকাপের মঞ্চে সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি, যার প্রভাব পড়েছে র্যাংকিংয়েও। ৭ ধাপ পিছিয়ে ৩৯ নম্বরে আছেন ফারজানা। জ্যোতি পিছিয়েছেন ৯ ধাপ, আছেন ৩৬তম স্থানে। বাংলাদেশিদের মধ্যে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে আছেন শারমিন আক্তার সুপ্তা, আছেন ৩১তম স্থানে। বোলারদের মধ্যে ২ ধাপ পিছিয়েছেন নাহিদা আক্তার, শীর্ষ দশ থেকে বাইরে গিয়ে এখন ১১ নম্বরে রয়েছেন তিনি। রাবেয়া খান এগিয়েছেন ৩ ধাপ, রয়েছেন...