স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ে এবং লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আজো ছাত্র সংসদ গঠিত হয়নি। দিন দিন ছাত্র সংসদ গঠন নিয়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে গত রবিবার (১২ অক্টোবর) শিক্ষার্থীদের মতামত জানতে একটি অনলাইন জরিপের আয়োজন করা হয়। জরিপে অংশ নেন মোট ৫১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫৭ শতাংশ শিক্ষার্থী ছাত্র সংসদ গঠনের পক্ষে, ৩৮ শতাংশ বিপক্ষে এবং ৪ শতাংশ শিক্ষার্থী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।আরো পড়ুন:যবিপ্রবিতে এআইএস স্পোর্টস কার্নিভাল শুরুটিএইচই র্যাঙ্কিং: দেশসেরা ড্যাফোডিল, বিজ্ঞান-প্রযুক্তিতে যবিপ্রবি টিএইচই র্যাঙ্কিং: দেশসেরা ড্যাফোডিল, বিজ্ঞান-প্রযুক্তিতে যবিপ্রবি ছাত্র সংসদ চাওয়া যবিপ্রবি শিক্ষার্থী উসামাহ বলেন, “বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো একসময় ছিল মুক্তচিন্তা ও নেতৃত্ব...