প্রথমে দুই গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। এরপর সেলেসাওরা হয়তো সহজ জয়ের আশাই করছিল।কিন্তু সেই ব্যবধান দূর করে শেষ পর্যন্ত জিতেই গেল জাপান। টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ স্বাগতিকরা ব্রাজিলিয়ানদের ৩-২ গোলে হারিয়েছে। পাওলো হেনরিক ও গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর তাকিনো মিনামিনো, কেইটো নাকামুরা ও আয়াসে উয়েদারের গোল জাপানের জয় নিশ্চিত করে। ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেতে জাপানকে অপেক্ষা করতে হলো দীর্ঘ ৩৬ বছর। ১৯৮৯ সালে যে যাত্রার শুরু হয়েছিল ১-০ গোলের হার দিয়ে, অবশেষে চতুর্দশ ম্যাচে এসে সেই ব্রাজিলকে হারানোর স্বাদ পেল জাপান। এর আগে ১৩ বারের দেখায় জাপানের সেরা সাফল্য ছিল দুটি ড্র। অথচ কার্লোস আনচেলত্তির অধীনে দুরন্ত ফর্মে থেকে উড়ছিল ব্রাজিল। শেষ ম্যাচেই তারা দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল। এই ম্যাচের...