দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ। এক সময় সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে যাদের কঠোর সমালোচনায় মুখর ছিল নয়াদিল্লি, এখন সেই তালেবানের সঙ্গেই সম্পর্ক জোরদারে ব্যস্ত মোদি সরকার। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনকে পুঁজি করে কাবুলে প্রভাব বাড়ানোর দিল্লির এই কূটনৈতিক উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। কেউ বলছেন কৌশলগত প্রয়াস। কেউ বলছেন, এটি ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। তালেবান ভারত সম্পর্ক কোন দিকে? এক সময় আফগানিস্তানের তালেবান ও পাকিস্তানের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। পাকিস্তানের সমর্থনেই আফগানিস্তানে সক্রিয় হয় তারা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান-শাসিত আফগানিস্তানের ইসলামিক আমিরাতকে স্বীকৃতি দেওয়া একমাত্র দেশ ছিল পাকিস্তান। অন্যদিকে, ২০২১ সালের আগস্টে তালেবান আবার কাবুলের ক্ষমতায় ফিরলে ভারত সে দেশে তাদের দূতাবাস ও মিশনে তালা ঝুলাতে বাধ্য হয়। এদিকে, ক্ষমতায় আসার পর সীমান্ত নিয়ে তালেবান-পাকিস্তানের তৈরি হয় দূরত্ব।...