গাজীপুর মহানগরের জরুন এলাকার কেয়া কসমেটিকস লিমিটেডের চারটি কারখানায় বারবার বন্ধের ঘোষণা দিয়ে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়ে ১৭০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ মূলত শ্রমিক ছাঁটাই করতেই বারবার বন্ধের ঘোষণা দিচ্ছে। ১ অক্টোবর কারখানার ব্যবস্থাপনা পরিচালকের সই করা নোটিশের মাধ্যমে আগামী ১ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ওই নোটিশে ১৭০ শ্রমিককে ছাঁটাই করে তাঁদের নামের তালিকা সাঁটিয়ে দেওয়া হয়েছে। বন্ধের ঘোষণা দেওয়া কারখানাগুলো হলো—কেয়া কসমেটিকস লিমিটেডের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড। নোটিশে বলা হয়েছে, গত বছরের ৩১ ডিসেম্বর ১২০ দিনের নোটিশ পিরিয়ড দিয়ে চলতি বছরের ১ এপ্রিল থেকে কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।...