পরে উভয় পরিবারের দ্বন্দ্ব মিটে যায়। গত ১৩ অক্টোবর (রবিবার) আদালতের নির্দেশে চাঁদপুর জেলা কারাগারে মো. হাসনাত ও আকলিমার আনুষ্ঠানিক বিয়ে এবং কাবিননামা সম্পন্ন হয়। হাজীগঞ্জের দ্বাদশ গ্রামের আকতার হোসেনের ছেলে মো. হাসনাত এবং একই বাড়ির মো. মাসুদের মেয়ে বাকপ্রতিবন্ধী আকলিমা। দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের একপর্যায়ে আকলিমার বাবা ২০২৪ সালের ২৪ জুন চাঁদপুর আদালেত মামলা করেন। এর দুই দিন পর ২৬ জুন হাসনাতকে কারাগারে পাঠান আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের আদেশে রবিবার দুপুরে চাঁদপুর জেলা কারাগারে জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি সহকারী কমিশনার ও জেলা সমাজসেবা বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে হাসনাত ও আকলিমার বিয়ে ও কাবিননামা সম্পন্ন হয়। এ সময় বর ও কনের বাবা, উভয় পক্ষের নিকটাত্মীয়সহ স্থানীয় মুরুব্বি আবুল বাশার মিজি উপস্থিত ছিলেন। বিয়ে ও কাবিননামায় স্বাক্ষরকালে বর...