মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সিদ্দিক ওই ইউনিয়নের সেলিমনগর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে সিদ্দিক ও তার ছেলে একরাম তিতাস নদীর মারখালা বিলে তাদের জমির কচুরিপানা পরিষ্কার করতে নামেন। এ সময় পানির প্রবল স্রোতের কবলে পড়ে দুজনই ভেসে যান। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে একরামকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে সিদ্দিক ডুবে গিয়ে এখনও...