ম্যাচের ৪৯ মিনিট। ডান পাশ থেকে দারুণ দৌড়ে হংকং বক্সে ঢুকে ভালো সুযোগ তৈরি করেছিলেন সাদ উদ্দিন। তবে হংকং গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বল নেন নিজের নিয়ন্ত্রনে। সময় শেষ, বাজলো বিরতির বাঁশি।প্রথম ৪৫ মিনিট শেষে হংকং ১-০ গোলে এগিয়ে বাংলাদেশে বিপক্ষে। গোলের পর আক্রমণে গতি বেড়েছে হংকংয়ের। হঠাৎ করেই বাংলাদেশ যেন কিছুটা খেই হারাল। প্রায় ঝিমিয়ে পড়া ম্যাচে হঠাৎ প্রাণ ফিরল হংকংয়ের গোলে। বাঁ পাশ দিয়ে গড়া হংকংয়ের আক্রমণ ঠেকাতে গিয়ে ফার্নান্দোকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন তারিক কাজী। সঙ্গে সঙ্গেই তারিককে হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে ম্যাথিউ ওরের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। সময় যত গড়াচ্ছে, হংকং চাপ বাড়াচ্ছে বাংলাদেশের রক্ষণভাগে। ২৬ মিনিট বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে একটা ভালো সুযোগ পেয়েছিল স্বাগতিকেরা। তবে ভুল করেননি বাংলাদেশের...