রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে সাড়ে তিন মণ গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত একটার দিকে কারওয়ান বাজার থেকে হাতিরঝিলগামী সড়কের পেট্রোল বাংলার সামনে এবং সোনারগাঁও হোটেলের বিপরীত পাশে পাকা রাস্তায় এ অভিযান চালানো হয় গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। অভিযানে জব্দ করা হয়— ইসুজু ব্র্যান্ডের একটি কাভার্ড ভ্যান (রেজি: সিলেট-ড ০২-০০৪৭), যার গায়ে ‘মেসার্স লামিয়া এন্টারপ্রাইজ’ লেখা ছিল। উদ্ধার গাঁজার বাজারমূল্য আনুমানিক ২৮ লাখ...