`স্পেকট্রাম’ বা `তরঙ্গ’ দেশের এমন একটি অমূল্য সম্পদ যা ব্যবহার উপযোগী করার জন্য দেশকে একটি পয়সাও খরচ করতে হয় না, কিন্তু এর সর্বোত্তম ব্যবহার একটি দেশের ডিজিটাল রূপান্তরে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। এই বেতার তরঙ্গ আমাদের সবার চারপাশে বায়ুমণ্ডলে বিরাজমান, অদৃশ্য আকারে। একটি দেশের টেলিকম রেগুলেটর কিভাবে এর বাণিজ্যিক মূল্য নির্ধারণ করে তার ওপর নির্ভর করে এই সম্পদ দেশের ডিজিটাল রূপান্তরে কতটা ভূমিকা রাখতে পারে। কিন্তু দুঃখজনকভাবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এখনো এই মূল্যবান সম্পদকে কেবলমাত্র সরকারের নগদ আয়ের উৎস হিসেবেই প্রাধান্য দিয়েছে এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এর সুফল জনগণ পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে তেমন কোনো কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ চোখে পড়েনি। এখানে বলে রাখা ভালো, তরঙ্গ এমন একটি প্রাকৃতিক সম্পদ যা কার্যকরভাবে ব্যবহৃত হয় যখন নেটওয়ার্ক অবকাঠামো...