বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্বের কমিটি বিলুপ্ত করে তিন সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি পুনর্গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।নির্বাচনের পূর্বে দলের কার্যক্রম আরও গতিশীল এবং শক্তিশালী করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনকে আহ্বায়ক এবং সাইফুল ইসলাম আব্বাসকে সদস্য সচিব করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এছাড়া সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম রাড়িকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।বিলুপ্ত হওয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু ও সদস্য সচিব ছিলেন রফিকুল ইসলাম সেলিম মোল্লা।পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যুবরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য...