একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে বিএনপি সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “সংস্কার কমিশনে আমরা বলেছি, একই দিনে নির্বাচন হবে, সেদিনেই গণভোটের প্রস্তাবে রাজি হয়েছি। যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, সে বিষয়গুলো নিয়ে আমরা গণভোটে জনগণের কাছে যেতে পারি।” মঙ্গলবার দুপুর ৩টার দিকে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, “আগামী শুক্রবার সংস্কার কমিশনের মাধ্যমে একটা সনদ প্রকাশিত হবে। সেই সনদে সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করব। আর যেগুলোতে আমরা একমত হতে পারিনি, সেগুলো নির্বাচনের পরে পার্লামেন্টে নির্ধারিত হবে। “রাজনৈতিক দলগুলো এসব বিষয় নিয়ে জনগণের সামনে উপস্থিত হবে। জনগণের মতামতের ভিত্তিতে সেসমস্ত বিষয়গুলো নিষ্পত্তি হবে।” ২০২৬ সালের...