গাজীপুরের কাপাসিয়ায় একটি পেট্রলপাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পক্ষ থেকে আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে কাপাসিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের নয়ানগর গ্রামের আমরাইদ-গিয়ায়পুর সড়কে ‘মেসার্স জমজম ট্রেডার্স’ পেট্রলপাম্পে অভিযান চালানো হয়। তখন স্থানীয় লোকজন হামলা করেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হামলা ও ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।’ পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নির্দেশে বিভিন্ন পেট্রলপাম্পে ভ্রাম্যমাণ...