আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন না দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কারণেই দুর্নীতি প্রতিরোধ করা কঠিন হয়ে উঠেছে। দলগুলো এ বিষয়ে সতর্ক থাকলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) সদস্যদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেগুন বাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে 'দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক এই কর্মশালার আয়োজন করে দুদক। কর্মশালায় উদ্বোধনী পর্যায়ে অন্যদের মধ্যে দুদক মহাপরিচালক (প্রশাসন) আবু হেনা মোস্তফা জামান ও র্যাক সভাপতি আলাউদ্দিন আরিফ বক্তব্য দেন। বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলা কর্মশালায় দুদক মহাপরিচালক (বিশেষ তদন্ত) মীর মো. জয়নুল...