নোয়াখালীতে চাঁদাবাজির মামলায় আবদুল কাদের জসিম নামে এক বিএনপি নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এতে আসামির অনুসারীরা আদালত চত্বরে বাদীপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিনের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় সংবাদ সংগ্রহে করতে গেলে সাংবাদিকের কাজে বাধা সৃষ্টি ও হামলার চেষ্টা করে আসামির অনুসারীরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ ড. মোরশেদ ইমতিয়াজের আদালতে শুনানি শেষে আসামিকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন নামঞ্জুরের পর বাদীপক্ষের আইনজীবী গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় আসামিপক্ষের অনুসারীরা তার ওপর চড়াও হয়ে ধাক্কাধাক্কি করে। এ সময় তারা সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা করে। বাদীপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন বলেন, আসামির জামিন নামঞ্জুর হওয়ায় তার অনুসারী সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আমার ওপর চড়াও হয়।...