ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে একটি কারখানা ও কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকেই দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে আগুনের এ ঘটনা ঘটে। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।লে. কর্নেল তাজুল ইসলাম জানান, কেমিক্যাল গোডাউনের ভেতরে এখনও আগুন জ্বলছে। গার্মেন্টসের ২ ও ৩ তলায় মরদেহ পাওয়া গেছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মিরপুরের শিয়ালবাড়িতে দুই কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সার্ভিসের ৮টি ইউনিট। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে পাশে থাকা রাসায়নিকের গোডাউনেও। খবর...