কুষ্টিয়া: লালন মেলায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের লোকজনের হামলা ও মারপিটে রাজু আহমেদ নামে একজন সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মেলার মাঠে এ ঘটনা ঘটে।পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রাজু আহমেদকে পূর্বপরিকল্পিতভাবে একদল মাদক ব্যবসায়ী বেধড়ক মারধর করেন। আহত রাজু আহমেদকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঢাকা পোস্ট ও বাংলা এডিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি। রাজু আহমেদ বলেন, লালন মেলায় তিনশটি গাঁজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করা হয়। লালন মেলার মাঠে সংবাদ সংগ্রহকালে সেখানকার মাদক সিন্ডিকেটের লোকজন পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা করে। তিনি আরো বলেন, এক সপ্তাহ আগে থেকে ব্যবসায়ীরা গাঁজার দোকান বসিয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সাথে এক সভায় তিনি বিষয়টি উত্থাপন করেছিলেন। একইসাথে মাদক...