নিহতরা হলেন কামারখন্দ উপজেলার বহুতী ভদ্রঘাট গ্রামের আব্দুল হান্নান (৩৮) ও তার মেয়ে হাফসা খাতুন (৩)। স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে আব্দুল হান্নান তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে সলঙ্গার সাতটিকরী গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। র্যাব অফিসের সামনে পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মেয়ে হাফসা খাতুন মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল হান্নানকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত হান্নানের স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে...