গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার উত্তর গাজায় এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদেরর দিকে এগিয়ে আসা ‘সন্দেহভাজনদের’ কাছ থেকে হুমকি দূর করতেই গুলি চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী আরও দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনা প্রাথমিকভাবে প্রত্যাহারের জন্য নির্ধারিত একটি সীমারেখা ওই সন্দেহভাজনরা অতিক্রম করেছিল, যা চুক্তির লঙ্ঘন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার গজায় দু’টি পৃথক ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে মোট ছয় ফিলিস্তিনি নিহত হয়। এর একদিন আগে, সোমবার যুদ্ধবিরতি চুক্তির অধীনে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস গাজায় থাকা...