মাদাগাস্কারের রাষ্ট্রপতি আন্দ্রে রাজোয়েলিনা দেশের পরিস্থিতি আরও খারাপ করে তুলেছেন। হাজার হাজার মানুষ তাকে পদত্যাগ করতে বলার পরও তিনি মঙ্গলবার (১৪ অক্টোবর) পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেন। খবর এপির। প্রতিবেদনে বলা হয়েছে, মাদাগাস্কারের প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর জন্য সংসদ সদস্যরা যে ভোট বা প্রক্রিয়া শুরু করতে যাচ্ছিলেন, তা থামিয়ে দেওয়ার জন্যই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে আত্মগোপনে থাকা রাজোয়েলিনা এক ভাষণে বলেন, তিনি নিজের জীবন বাঁচাতে একটি নিরাপদ জায়গায় আছেন। তবে তিনি কোথায় আছেন তা জানাননি। মাদাগাস্কারের প্রেসিডেন্ট আরও বলেন, তিনি পদত্যাগ করবেন না। এই বিক্ষোভের মূল কারণ হলো তরুণ প্রজন্মের ক্ষোভ। তারা দীর্ঘদিন ধরে চলা বিদ্যুৎ-জলের অভাব ও সরকারি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে। বিক্ষোভ আরও জোরালো হয়েছে কারণ সেনাবাহিনীর কিছু অংশ এবং পুলিশও তাদের সঙ্গে যোগ...