নেত্রকোণার কেন্দুয়ায় বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষকমণ্ডলী ও সুশীল সমাজের প্রতিনিধি ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি কেন্দুয়া থানা পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “নেত্রকোণার সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। তবে এই কাজ সফল করতে জনসম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ।” সভায় বক্তারা শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, শিশুপার্ক, যোগাযোগব্যবস্থা, নদী ও খাল দখল, পৌরসদরের ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও উন্নয়ন বিষয়ক মতামত জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।...