নারীদের আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মাগুরা সদরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি)-এর উদ্যোগে তিন দিনব্যাপী “আয়বর্ধনমূলক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হচ্ছে। “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের বিষয় ‘হাঁস-মুরগি পালন’। প্রশিক্ষণটি মাগুরা সদর উপজেলার বিআরডিবি হলরুমে চলছে। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা শুধু পারিবারিক অর্থনীতিকেই শক্তিশালী করে না, বরং একটি টেকসই সমাজ গঠনের ভিত্তিও স্থাপন করে। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য।”তিনি আরও বলেন, সরকার দরিদ্র ও প্রান্তিক নারীদের জীবিকা উন্নয়নে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় বিআরডিবি-র এই প্রশিক্ষণ কার্যক্রম গ্রামীণ নারীদের জন্য এক অনন্য সুযোগ। প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, খাদ্য...