দেশের অন্যতম আলোচিত কনটেন্ট নির্মাতা রিপন মিয়া, যিনি অনলাইনে পরিচিত ‘রিপন ভিডিও’ নামে, সম্প্রতি নতুন বিতর্কে জড়িয়েছেন। একসময় ছোট পরিসরে ভিডিও বানিয়ে শুরু করা এই তরুণ এখন বিজ্ঞাপন, সিনেমা প্রচারণা ও নানা ক্যাম্পেইনে নিয়মিত কাজ করছেন। জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি উঠেছে পারিবারিক অভিযোগও। মঙ্গলবার বেসরকারি এক টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে রিপন মিয়ার ব্যক্তিজীবন নিয়ে নানা তথ্য উঠে এসেছে। সেখানে তার মা অভিযোগ করেন, খ্যাতির শীর্ষে পৌঁছে এখন নাকি গরিব মা-বাবার পরিচয় দিতে লজ্জা পান রিপন। রিপনের মায়ের ভাষ্য, খুব কষ্ট করে মানুষ করছি। কিন্তু এখন আর আমাদের পরিচয় দেয় না। আমরা গরিব, হয়তো এতে ওর মান-সম্মান কমে যাবে, এই ভয়েই আমাদের দূরে রাখে। তিনি আরও জানান, রিপন এখন আলাদা পাকা বাড়িতে স্ত্রী–সন্তান নিয়ে থাকেন এবং বাবা-মায়ের ভরণপোষণ দেন না। তবে রিপন...