নানা আলোচনা সমালোচনার মধ্য সরিয়ে দেওয়া হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে।মঙ্গলবার (১৪ অক্টোবর) তাকে ওএসডি করে একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।সাম্প্রতিক সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক নজিরবিহীন পদক্ষেপের পর তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন, যা কার্যত পদত্যাগ হিসেবেই বিবেচিত হচ্ছে।ঘটনার সূত্রপাত হয় যখন শিক্ষা মন্ত্রণালয় মহাপরিচালক পদে কর্মরত থাকা অবস্থায়ই এই পদের জন্য নতুন করে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই মাউশির অভ্যন্তরে এবং শিক্ষা প্রশাসনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।দায়িত্বে থাকা একজন মহাপরিচালকের জন্য বিষয়টিকে ‘অপমানজনক’ হিসেবে দেখা হয় এবং এর জের ধরেই অধ্যাপক আজাদ খান পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। গত ৭ অক্টোবরের দিকে তিনি মন্ত্রণালয়ে তার...