নিজস্ব প্রতিবেদক: একদিনের স্বস্তির পর আবারও হতাশায় ডুবে গেল শেয়ারবাজার। আগের দিনের উত্থানে বিনিয়োগকারীদের মনে যে আশার আলো জ্বলে উঠেছিল, তা আজ নিভে গেছে সূচকের লাল সমুদ্রে। দিনের শুরুটা ইতিবাচক থাকলেও শেষ পর্যন্ত পতনেই থেমেছে লেনদেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। সূচক পতনের নেতৃত্বে ছিল বাজারের সাতটি বড় কোম্পানি—যাদের হাতেই আজ সূচক নিম্নমুখী হয়েছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে জানা গেছে, পতনের নেতৃত্বে থাকা এই সাত কোম্পানি হলো—স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাইটেক, ইস্টার্ন ব্যাংক, বিএটিবিসি, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এই কোম্পানিগুলো মিলেই সূচক থেকে প্রায় ১৫ পয়েন্ট কমিয়েছে। ডিএসইর সূচক থেকে সর্বাধিক পয়েন্ট কমিয়েছে স্কয়ার ফার্মা, একাই ৩ পয়েন্টের বেশি টেনে...