মঙ্গলবার থেকে ভোজ্যতেলের নতুন দর কার্যকর হওয়ার কথা। কিন্তু রাজধানীর কয়েকটি বাজার ঘুরে নতুন দামের বোতলজাত তেল দেখা যায়নি। বিক্রেতারা বলছেন, নতুন তেল এখনো দোকানে আসেনি। রাজধানীর একজন খুচরা বিক্রেতা বলেন, ‘মাত্র ঘোষণা দিয়েছে, এখনও বাজারে আসেনি। আসলে নতুন রেটেই বিক্রি করতে হবে। আমি এখনও আগের দামেই বিক্রি করছি।’ এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ভোজ্যতেলের দর সমন্বয়ে ব্যবহৃত ১৪ বছর আগের ফর্মুলাটি বিশ্লেষণ করছে আইসিএমএবি ও আইসিএবি। তাদের প্রতিবেদন আসার আগে দাম বাড়ানোর সুযোগ নেই। শেখ বশিরউদ্দীন বলেন, ‘প্রথম কথা হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। ব্যবসায়ী সমিতির প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই, যতক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হয়। তেল কোম্পানির মালিকানাধীন কিছু মিডিয়া এ ধরনের অস্থিরতা...