এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নিতে সরকারকে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বহীনতার কারণে শিক্ষকরা বারবার ক্লাসরুম ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন, যা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর। মঙ্গলবার (১৪ অক্টোবর) এনসিপি শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তের সই করা বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে দলটি। বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বাধীন ও গণতান্ত্রিক দেশে সবাই নিয়মিতভাবে তাদের দাবি উত্থাপন করবে এবং সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যৌক্তিক সমাধান করবে। কিন্তু তার পরিবর্তে আন্দোলনরত শিক্ষকদের ওর পুলিশের হামলার ঘটনা নিন্দনীয়। এনসিপি এর তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তর নেতৃত্বে ১২ অক্টোবর একটি প্রতিনিধিদল...