এশিয়া সফরে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। এরপর তারা যায় জাপানে। সেখানে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মুখোমুখি হয় জাপানের। প্রথমার্ধে জাপানের জালে ২ গোল দিয়েও দ্বিতীয়ার্ধে ৩ গোল হজম করে ৩-২ ব্যবধানে হার মানে সেলেসওরা। যা ৩৬ বছরের ইতিহাসে প্রথমবার জাপানের কাছে হার ব্রাজিলের। ১৯৮৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১৩ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও জাপান। তার মধ্যে ব্রাজিল জিতেছিল ১১ বার। দুটি ম্যাচে ড্র করেছিল জাপান। ২০২৫ সালের অক্টোবরে নতুন...