কক্সবাজারের ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে দুই পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল সিদ্দিকী জানিয়েছেন, সোহেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে দুই ভাই রাসেল ও সোহেলের ঘরসহ প্রতিবেশী জাবের আহমদের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরিবারের সদস্যরা নিরাপদে রক্ষা পেয়েছেন। ক্ষতিগ্রস্তদের ধারণা, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে...