খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ের এক ওএমএস ডিলারের কাছ থেকে চাঁদা আদায় করার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেপ্তাররা হলেন- খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ও সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। গ্রেপ্তার সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার বাসিন্দা মুরাদ আলীর ছেলে ও আশিকুর রহমান একই এলাকার বাসিন্দা আজমলের ছেলে। তাদের দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আশিক ও আব্দুল্লাহ সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ের ওএমএস ডিলার আবুল কালাম আজাদের কাছে চাঁদা দাবি করে। এসময় বাক-বিতণ্ডার একপর্যায়ে স্থানীয়রা তাদেরকে আটক করে খালিশপুর পুলিশের কাছে...