ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ইতালি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আরও কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। খবর আনাদুলু এজেন্সির। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) মিশরের শার্ম আল-শেখ শান্তি সম্মেলনে সাংবাদিকদের মেলোনি বলেন, যদি যুদ্ধবিরতির এই পরিকল্পনা সফল হয়, তবে ইতালি খুব দ্রুতই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেবে। মেলোনি জোর দিয়ে বলেন, ইতালি গাজার জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে। মেলোনি উল্লেখ করেন, ইতালি গাজাকে স্থিতিশীল করতে সহায়তা করতে প্রস্তুত, প্রয়োজনে জাতিসংঘের প্রস্তাব অনুসারে কারাবিনিয়েরি বাহিনী (ইতালির আধা-সামরিক পুলিশ) মোতায়েন করাও হতে পারে। মেলোনি এই যুদ্ধবিরতি চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ‘একটি দুর্দান্ত সাফল্য’ হিসাবে বর্ণনা করেন। গত সপ্তাহে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী,...