স্বর্ণের দাম আবারও বেড়ে নতুন রেকর্ড হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরিতে বাড়ানো হয়েছে ৪ হাজার ৬১৮ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এরই মধ্যে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৪০৯ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৪ হাজার ৩ টাকা। ১৮ ক্যারেটের...