কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৪ হাজার ৩শত টাকাসহ মো. রাছেল (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে মোচাগড়া বাজারের আলীম মিয়ার ৩য় তলা ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত মো. রাছেল মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে। থানা সূত্রে জানা যায়, মোচাগড়া বাজারে মাদক কারবারি মো. রাছেল মাদক মজুদ রেখে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) মো. জালাল উদ্দিনের সঙ্গীয় ফোর্সসহ যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজারের আলী মিয়ার ৩য় তলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।...