বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে রমজান এলে ‘ব্যবসা করে নেওয়ার’ প্রবণতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। মঙ্গলবার বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “রমজান এলে বাংলাদেশের ব্যবসায়ীরা মনে করেন সারা বছরের ব্যবসা করবে। এ সময় তারা মানুষকে জিম্মি করে এই ব্যবসাটা করেন।” সফিকুজ্জামান বলেন, “এমন কোনো পণ্য নেই যা বাংলাদেশে নকল হচ্ছে না। সেটা এই দেশের মানুষই করছে, বিদেশ থেকে কেউ এসে করছে না। নকল পণ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে। তবে নকল পণ্য প্রস্তুতকারকদের এখনও আইনের আওতায় আনা যাচ্ছে না। “আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে এমন কোনো জিনিস নাই যেটা নকল হয় না। এই দেশে তো বিভিন্ন সংস্থা আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে। তারপরও এগুলো হচ্ছে। কয়েকশ কোটি টাকা খরচ...