এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবে এনসিপি। মঙ্গলবার দুপুরে নেত্রকোনার সালথি কনভেনশন হলে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।সারজিস আলম আরও বলেন, শাপলা প্রতীক পেতে এনসিপির আইনগত কোনো বাঁধা নেই। নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নিজেদের দায়িত্বে স্বচ্ছতা দেখাবে এবং আমরা আশা করি, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো। শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো।তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের মতো একটি প্রতিষ্ঠান যাদের উপর আমরা আগামীতে আস্থা রাখতে চাই, যদি তারা কোনো চাপে আমাদের বৈধ অধিকার—শাপলা প্রতীক—প্রদানে পিছুটান অনুভব করে, তাহলে সুষ্ঠু নির্বাচনের আস্থা পাওয়া কঠিন হয়ে যাবে। তবে শাপলা প্রতীক আমরা আমাদের জায়গা থেকে আদায় করবো, রাজনৈতিকভাবে হোক বা অন্য যেকোনোভাবে।”সারজিস আলম...