আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারের হতাশা পেছনে ফেলে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে।আবুধাবিতে অনুষ্ঠিত এই ম্যাচে আফগান অধিনায়ক শাহিদি জানিয়েছেন, আগের ম্যাচের একই পিচে খেলা হচ্ছে, তবে আজ সেটি আরও ধীর ও টার্ন সহায়ক হবে। তাই আগে ব্যাট করে রান তুলে চাপ তৈরি করাই তাদের লক্ষ্য।‘এটা আগের ম্যাচের মতোই পিচ, তবে আজ আরও ধীর হবে এবং বল অনেক ঘুরবে। আমরা রান তুলতে চাই এবং সেটা রক্ষা করতে চাই,’—টসের পর বলেন আফগান অধিনায়ক।তিনি আরও যোগ করেন, ‘আমাদের পেস বোলিং বিভাগে এখনো অনেক কাজ বাকি। কয়েকজন তরুণ প্রতিভা আছে, তাদের আরও পরিণত করতে হবে যাতে তারা বড় টুর্নামেন্টে ভালো করতে পারে। সামনে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ, সেখানে ভালো...