ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর গাজায় শান্তির আশায় যখন ফিলিস্তিনিরা কিছুটা স্বস্তি খুঁজছিলেন, ঠিক সেই সময় রক্তাক্ত সহিংসতায় জড়িয়ে পড়েছে হামাস। সংগঠনটি এখন নিজের প্রতিদ্বন্দ্বী দল ও গোত্রগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে হত্যা, গুলি ও দমননীতিতে নেমেছে। যুদ্ধের সময় দখলদার ইসরায়েলকে সহায়তা করায় প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। মার্কিন মধ্যস্থতায় অর্জিত যুদ্ধবিরতির পর হামাস যখন ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে, তখনই তারা গাজায় নিজেদেরই মানুষদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে। ইরাকি সংবাদমাধ্যমশাফাক নিউজজানায়, হামাসের ফায়ারিং স্কোয়াড অন্তত আটজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। ধারণা করা হচ্ছে, এরা হামাসবিরোধী কোনো সংগঠনের সদস্য ছিলেন। ইসরায়েলি গণমাধ্যমইয়ানেটজানায়, এ পর্যন্ত ৫০ জনের বেশি প্রতিদ্বন্দ্বী সদস্য নিহত হয়েছেন। এই সহিংসতা শুরু হয় এমন সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করেছিলেন যে, গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা এখন...