আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা দশটি ছোট্ট দ্বীপ। নাম তাদের কেপ ভার্দে। জনসংখ্যা মাত্র পাঁচ লাখের কিছু বেশি। ঢাকার একটি থানা এলাকার চেয়েও কম। অথচ সেই দেশই লিখে ফেলল এক বিস্ময়গাথা। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা! এসওয়াতিনির বিপক্ষে সোমবারের ৩-০ গোলের জয়ে পূর্ণতা পেল তাদের দুই দশকের স্বপ্ন। ডেইলন লিভ্রামেন্টো, উইলি সেমেডো ও স্টোপিরার গোলগুলো যেন শুধু ম্যাচ জেতায়নি, জিতিয়েছে গোটা জাতির গর্ব, আত্মবিশ্বাস আর আবেগ। প্রাইয়ার ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার ছোট্ট স্টেডিয়ামটা মুহূর্তেই রূপ নিয়েছিল আনন্দমেলায়। নাচ, গান আর উল্লাসে মুখর ছিল পুরো শহর।আরো পড়ুন:২০২৬ বিশ্বকাপের টিকিট পেল সালাহর মিশরআলজেরিয়ার জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা ব্লু শার্কস নামে পরিচিত কেপ ভার্দে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।...