খবর টি পড়েছেন :১১৩শেরপুরে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়ের) প্রশিক্ষণ কোর্স (৩য় ব্যাচ) এর উদ্বোধন করা হয়েছে। ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে শহরের অষ্টমীতলাস্থ শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ৩দিন মেয়াদী ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পুলিশ সুপার ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিনুল ইসলাম।ওইসময় তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনসহ যেকোনো নির্বাচনী প্রক্রিয়ায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, আইনগত জ্ঞান এবং মাঠ পর্যায়ের সক্ষমতা আরও জোরদার করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন।ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং...