গাজা পরিস্থিতি নিয়ে আয়োজিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনের ফাঁকে এক অপ্রত্যাশিত এবং মজার মুহূর্ত তৈরি হয়, যখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ছাড়ার পরামর্শ দেন। বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তুর্কি সংবাদ সংস্থা ইহলাস নিউজ এজেন্সি প্রচারিত একটি ফুটেজে দেখা যায়, সম্মেলনে যোগ দিতে আসা মেলোনিকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, ‘আমি আপনাকে বিমান থেকে নামতে দেখেছি। আপনি দারুণ দেখাচ্ছেন। কিন্তু আপনার ধূমপান বন্ধ করতে হবে।’ এরদোগানের এই মন্তব্যের সময় তাঁদের পাশেই দাঁড়িয়ে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। হাস্যরসপূর্ণ ভঙ্গিতে তিনি তখন বলেন,‘এটা অসম্ভব!’ উত্তরে মেলোনি হেসে বলেন, ‘ধূমপান ছেড়ে দিলে আমি হয়তো কম সামাজিক হয়ে পড়ব। আমি জানি, আমি জানি। আমি কাউকে হত্যা...