ভারতের প্রযুক্তি খাতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে গুগল। আগামী পাঁচ বছরে সংস্থাটি দেশটিতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গড়ে উঠছে যুক্তরাষ্ট্রের বাইরে গুগলের সবচেয়ে বড় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব।গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিনিয়োগ ও প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিশাখাপত্তনমে এই হাবটি নির্মাণে গুগল কাজ করবে ভারতের বহুজাতিক কোম্পানি আদানি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে।এক্সে এক বার্তায় সুন্দর পিচাই বলেন, “গুগলের এই নতুন এআই হাব ভারতের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেবে। এটি শুধু প্রযুক্তিগত উদ্ভাবনই নয়, বরং দেশের অর্থনীতিতে নতুন প্রবৃদ্ধির জোয়ার আনবে।”তিনি আরও জানান, এই হাবের মাধ্যমে গুগল গিগাওয়াট-স্তরের কম্পিউটিং সক্ষমতা, নতুন আন্তর্জাতিক সাবসিয়া গেটওয়ে (সমুদ্রতল কেবল সংযোগ) এবং বৃহৎ জ্বালানি...