১৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম বাণিজ্য উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সোমবার বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে কর্ম-স্তরের আলোচনা হয়েছে বলে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে। তারা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘আন্তরিকতা প্রদর্শন’ করার আহ্বান জানিয়েছে। ‘যুক্তরাষ্ট্র ভয় দেখানো এবং নতুন বিধিনিষেধ আরোপের হুমকি দিয়ে সংলাপে জড়াতে পারে না। চীনের সাথে মোকাবিলা করার এটি সঠিক উপায় নয়,’ মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে। ‘চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাদের ভুল অনুশীলনগুলি সংশোধন করে সংলাপের জন্য আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানিয়েছে।’ অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রপ্তানি নিয়ন্ত্রণ এবং তিন অঙ্কের শুল্কের হুমকির মধ্যে গত সপ্তাহে বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, যা এই মাসের শেষের দিকে দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের সাইডলাইনে প্রেসিডেন্ট শি...