ওই প্রার্থীর নাম ফজলে রাব্বি। রাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রতিদ্বন্দিতা করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যৌক্তিক আন্দোলনে আমি এগিয়ে এসেছি। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমি পুনরায় আমার পেশা শিক্ষকতায় ফিরে গিয়েছি। ভোটের মাঠের পরিস্থিতি বিবেচনা করে আমি আমার পূর্ণ সমর্থণ ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে জ্ঞাপন করছি।’ প্রচারণার শেষদিনে এসে নির্বাচন থেকে সরে দাড়ানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান। আমি এবং আমার পরিবার সর্বদাই জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি। তাই নির্বাচনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরোও বলেন, ‘আমি যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের সাথে একত্রে বাস্তবায়ন করবো এবং ছাত্রদল মনোনীত প্যানেল ও এজিএসকে বিজয়ী করাই হবে আমাকে বিজয়ী করা।’...