মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘এখানে ক্যামিক্যাল থাকায় আগুন লাগার চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একটু পর পর ক্যামিক্যাল বিস্ফোরণ হচ্ছে। ফলে এখানে আসা পুলিশ, গোয়েন্দা সদস্য এবং সাংবাদিকসহ সাধারণ মানুষদের আগুনের ৩০০ গজের মধ্যে না থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’ উল্লেখ্য, রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কসমি ফার্মা নামে একটি ক্যামিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্যামিক্যাল গোডাউনের পাশের সরদার গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার দোতলা ও তিনতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে...