১৪ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ব্যানার টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই উপজেলার বসাউল্লা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে ফয়সাল বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় ব্যানার টানানোর জন্য ফজুশাহ বাজারে একটি বিল্ডিং এর উপরে ওঠে সে সময় অসাবধানতাবশত সে বৈদ্যুতিক তারের স্পর্শে আসলে বৈদ্যুতিক শর্ট খায় এতে সে গুরুতরভাবে আগুনে দগ্ধ হন। পরে ওই বাজারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মামা দ্বীন ইসলাম বলেন, “ ফয়সালের কারেন্টে শর্ট খাওয়ার খবর...